Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর ময়মনসিংহ জোনের অধীন ময়মনসিংহ সড়ক বিভাগ 1961 সনে প্রতিষ্ঠিত হয়। এ সড়ক বিভাগে ময়মনসিংহ সড়ক উপ-বিভাগ, ভালুকা সড়ক উপ-বিভাগ, ফুলপুর সড়ক উপ-বিভাগ ও ১ম সারি কারখানা উপ-বিভাগসহ ৪টি  উপ-বিভাগ রয়েছে। এ সড়ক বিভাগের আওতায় মোট সড়ক 26টি ও সড়কের মোট দৈর্ঘ্য ৫০৬.৩৩ কি:মি:। তম্মধ্যে ৪টি জাতীয় মহাসড়ক, দৈর্ঘ্য ৯৯.৫১ কি:মি:, ৪টি আঞ্চলিক মহাসড়ক, দৈর্ঘ্য ৮২.২৬ কি:মি: এবং ১৮টি জেলা সড়ক, দৈর্ঘ্য ৩২৪.৬৬ কি:মি:। সড়ক সমূহ ময়মনসিংহ জেলার ১১টি উপজেলায় বিস্তৃত। অত্র সড়ক বিভাগাধীন জয়দেবপুর-মাওনা-ময়মনসিংহ ৪-লেন সড়কটি ঢাকার সাথে ময়মনসিংহ হয়ে নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর জেলা এবং যমুনা সেতু হয়ে দেশের উত্তরাঞ্চলের সাথে যোগাযোগের মাইল ফলক। এছাড়া শেরপুর-নকলা-ফুলপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কটি দেশের অন্যতম স্থলবন্দর হালুয়াঘাট ও নাকুগাঁও সাথে যোগাযোগ স্থাপন করেছে। এছাড়াও ময়মনসিংহ-নেত্রকোণা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি অন্যতম পর্যটন স্থল বিরিশিরি ও হাওর এলাকার সাথে নিবিড় বন্ধন তৈরী করেছে।

মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণ এর সার্বিক সহযোগীতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম সমূহের সফল বাস্তবায়নের ফলে ময়মনসিংহ সড়ক বিভাগের আওতাধীন সড়ক অবকাঠামোর অবস্থা বর্তমানে উন্নতর ও যুগোপযোগী হয়েছে। জয়দেবপুর-মাওনা-ময়মনসিংহ সড়ক ৪-লেনে উন্নতীকরণ, ময়মনসিংহ শহর বাইপাস মহাসড়ক, ৪৭৭.০০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট শহীদ রফিক উদ্দিন ভূইয়া সেতু (বালিপাড়া সেতু), হালুয়াঘাট-মুন্সীরহাট-ধোবাউড়া সড়ক, জামালপুর-চেচুয়া-মুক্তাগাছা সড়ক, ভালুকা-গফরগাঁও সড়কে RNIMP-II প্রকল্পের আওতায় 3টি সেতু নির্মাণ, ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে দাপুনিয়া কালভার্ট ও ভালুকাজান সেতু, সীমান্ত সড়কে ৪টি সেতু নির্মাণ, ময়মনসিংহ শহরের যানজট নিরসনে পাটগুদাম ইন্টারসেকশন নির্মাণ এ সড়ক বিভাগের উল্লেখযোগ্য অর্জন। সড়ক অবকাঠামো নিরাপদ, সাশ্রয়ী ও আরো উন্নতর করার লক্ষ্যে অত্র দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এবং আশা করা যায় অদুর ভবিষ্যতে অত্র জেলার সড়ক অবকাঠামো সমগ্র বাংলাদেশের সব জেলার মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে করবে।